মৃত্যু???
যাকে বরণ করতেই
হয়েছে সকল প্রাণীর জন্মগ্রহণ।
এটাই মূল সত্য...
এখন যতোই খুঁজে ফিরি তথ্যঃ
জন্মিলে মরিতে হবে
গুরুজনেরা বলেছিলেন একদা,
লিখে রেখে গিয়েছেন কতো শতো পত্র!!

মৃত্যু??
যার জীবনে যখন আছে লেখা
হবেই হবে, তা পূরণ,
অপ্রোয়জণীয় ব্যাখ্যা।।

মৃত্যু যদি এসেই থাকে;
তবে তখন যেখানেই থাকি
দেশে কিংবা বিদেশে,
ঘরে কিংবা বাইরে,
করতেই হবে বরণ___
হোক সে আত্মহত্যা অথবা
অন্যের দ্বারা হত্যাঃ
এ’তো আমাদের প্রশ্ন “ কেন’র “
শুধুমাত্র উত্তর দেখা।।