আমরা সবাই ভুলে গেছি;
“ সময় “ – আমাদেরই যে গড়া।
দিন ও রাত কাটাতে এসেছিলাম,
কিন্তু, এখন দেখি : ক্যালেন্ডার ও ঘড়ির কাঁটার
টিক টিক শব্দ সবখানেই ভরা।
আগামী সুপ্রভাত দেখার জন্য যেখানে
নেই কোন ভরসা;
প্রতি ঘুমের মাঝেই যে মৃত্যুবরণ করি,
বুঝেও বুঝি না, বৃথাই ভবিষ্যত আঁকি
সারাদিন ভেবে ভেবে, করে শতো আশা প্রত্যাশা।
যেখানে নিজেরাই আমরা কেউ জানি না,
কি হবে, না হবে, আজ দিনে ও রাতে?
তবুও, অন্যের মনে বিশ্বাস জাগাতে
সময় গুনি, আর অবশেষে. . .
উত্তর মিলে যা সবার মুখে :
জন্ম হয়েছে মোদের শুধু
নিজেরাই নিজেদেরকে কষ্ট দিতে ও পেতে!
ভুলে গিয়ে চলমান বর্তমান –
আজকের দিন ও রাত;
অদেখা ভবিষ্যতের ভাবনায়
কেন ও কি লাভ, হয়ে বাজিমাত?
আজকের দিন-রাত রঙিন হলে পরে,
সুখ, শান্তি, আনন্দ, বিশ্বাস ও ভালোবাসা :
জেগে উঠবে সকলের তরে।।