আমি অন্ধকার ভালোবাসি,
আলো’কে সুযোগ দেই
আমায় কাছে পাবার!
অন্ধকারে আসো তুমি
নিঃশব্দে আর নিস্তব্ধতায়।
কেন তাহলে চলে যাও
কালো পর্দা সরিয়ে?
দিনের বেলায় আলোর ছলে
কতোই না খেলা চলে!
নীল পর্দার পেছনে লুকিয়ে
কি দেখে যাও অবাক চোখে?
অবাক হয়ে দেখো তুমি,
শুনে যাও আমাদের শত চাহিদা।
“ ধন্যবাদ “ পাবার আশায় বসে
ধোঁকা খেয়ে যাও সর্বদা এসে।।