চেয়ে দেখো...
নীল আকাশ নীলশুণ্য
কালো মেঘের ঘনঘটা,
অপেক্ষায় আছে কান্না করতে!
পৃথিবীর বুক ভিজিয়ে দিয়ে
একটু শীতল হাওয়া হয়ে,
হিংসা বিভেদ বন্ধ করতে,
মানুষের মন থেকে
ধ্বংসের খেলা থামাতে।।
কিন্তু..... না!!
আকাশের ফুপিয়ে কান্না দেখে
আমাদের মানুষের মনে
একটু মায়া জাগে মাত্র,
কিছুদিনের জন্য হানাহানির
চলে মাত্র বিরতি।
তারপর যেন আরো সজোরে
নেমে পরে আবার সৃষ্টি বিনাসে।।