মনের অনুভূতিগুলো প্রতি রাতেই
তোমাকে নিভৃতে কাছে পেতে চায়,
ক্লান্ত মনের দেহটা তোর
মনের উঠোনে মাথা রাখতে চায়।।
দেখতে চায় দূরের ওই আকাশটা
যেখানে তারাগুলো আমাদের ডাকছে!!
দেখোনা, মিটিমিটি তারারা
দু’জনের চোখের মাঝেই যেন ডুব সাঁতার কাটছে।।
তারাদের ভিড়ে হারিয়ে ফেলেছি তোমায়
খুঁজে খুঁজেই একে একে, আমার দিন সব কেটে যাচ্ছে।।
জ্বলে যাচ্ছে হৃদয়, তোমার হারানোর বিরহে –
ভালোবাসি, ভালোবাসি, বলেই যে করুণ এ হৃদয়
চিৎকার করে কাঁদছে।।
কান্না শুনে, বুঝে উঠিঃ “তুমি”, টেনে নিই কাছে
জড়িয়ে ধরে শক্ত করে, চেপে রাখি, বুকের মাঝে।।
তোমার কপালে এঁকে দিই স্পর্শ,
অজান্তেই কাতরতায় ঠোঁট হলো রোমহর্ষ!!