তৃপ্তি...
নামেই যে তার পরিপূরক শক্তি,
আকাংখায় তার, অজস্র অভাবনীয় প্রাপ্তি;
পেতে চায় সে শুধু,
মন থেকে একটু মুক্তি!
ভাবতে ভাবতেই যেন জড়ো হয়ঃ
মনে তার, শতো শতো যুক্তি।।

মেয়েটি চুপচাপ______ তৃপ্তি...
ভাবছি বসে তার সব উক্তি,
ঈশ্বরে আছে তার গভীর ভক্তি;
ছিলো না যে তার
কষ্টের কোন চুক্তি,
তবুও – মনে তার ব্যথা,
আছে লুকিয়ে রাখার শক্তি।।