টিনের চালে শুকনো পাতার শব্দ
স্পষ্ট যেনো উঠছে বেজে,
কে যেনো নূপুর পায়ে
যাচ্ছে হেঁটে, রঙিন সেজে;
অবাক হচ্ছি যতোই দেখছি,
যতোই ভাবছি, নিজেকে নিজে।।
হঠাৎ করেই দমকা হাওয়া
বইছে চারিদিকে,
চাঁদটা এখন আলোকিত বেশ
মেঘের ফাঁকে ফাঁকে;
খুঁজি আজও তোমার ছায়া
মরি তোমার আতংকে ধুঁকে ধুঁকে।।
রাতের শেষে, অন্ধকারে আমি মিশে
দেখছি আকাশ, মেঘের নানান রূপ;
কেনো এরা ভেসে ভেসে
ছুটছে পথ, অনির্দিষ্টকালে, হয়ে নিশ্চুপ??
পৃথিবীর মানুষ ভুলে গেছে আজ
কেনো প্রকৃতির নানা রঙিন সাজ!
ভুলে গিয়ে সব, ছিলো যা লাজ,
মানুষে মানুষে আজ শুধুই যে ভাঁজ,
অকারণে সুখের খোঁজে করছে কতো কাজ;
ভুলে গেছে সবাই_____
এখানে চাইলেও, চলবে না মোদের রাজ!!