ভালোবাসা ছড়াতে এই মন
ব্যস্ত হয়ে ওঠে, কাউকে ভেবে আপন
অস্থির এই হৃদয় কেউ ছুঁয়ে দেয় যখন,
আলোড়ন জাগে, ঢেউ তোলে আবেগ তখন
অশান্ত আভায়, মুখোরিত আমি সারাক্ষন
নিদ্রা জাগ্রত অপেক্ষায় নিমগ্ন প্রভাতের আগমন;
শূন্য নীড়ে, কোটি তারকা ঘিরে আমায় যেমন
হাতড়ে ফিরে জাগিয়ে তোলে শিহরণ,
প্রতীক্ষা ভরা জীবন যেন,
তন্ত্রে মন্ত্রে হচ্ছে যাপন।।
অধীর আগ্রহ নিয়ে, বৃথাই অপেক্ষা, হয়েছে প্লাবণ!
কার মনে প্রবেশ করে নাড়ছি কড়া, সুরক্ষিত যৌবন,
খেলার ছলে, কথার বোলে,
জড়িয়ে অসহায় ত্যক্ত ভুবন;
লুকোচুরি কেন সে করে?
দূর করে আমায়, ছিনিয়ে সিংহাসন,
উত্তাল এই মনকে গুটিয়ে হাঁটি পথে, গুপ্ত অবচেতন।।