নিজেকে নিজে আমি
ভালোবাসি জানি,
অন্যের সুখে নিজেকে দুঃখী,
এটা ভুল মানি।
যদি আমি নিজেকে ভাবিঃ
পেয়ে চলেছি শাস্তি – একে একে
জনমানবেরই কাছে;
নিজের জন্মের দিই দোষ,
তবে, এটা যে হবে আমার ভুল!
লোকের কাছে, দিকে দিকে
যা-ই করি দাবী শাস্তি সরূপ,
আসলে তা নিজেকে শক্ত হবার প্রতিরূপ;
জন্মের তবে, কেনোই বা দোষারোপ??
জন্ম হওয়ার যদি থাকতও শাস্তি,
তাহলে, জন্মলগ্ন থেকেই সেই পাপ
হতো আমার সাথী!
জন্ম থেকে মৃত্যু অব্দি,
যদি শুধু দোষ খুঁজে বেড়িয়ে থাকি;
তবে তা, নিজের পাপের শাস্তি
নিজেই, নিজেরই জন্য, আনি ডাকি।।