তুমি মেয়ে, আসলে কাকে বাসো ভালোঃ
আমি??
নাকি আমার জ্বালানো আলো?
সত্যি যেটা, সেটাই তুমি বলো।
আমি কি ভাববো, না ভাববো,
তাতে তোমার আর কি আসবে যাবে,
কার  কি হলো??

ঘাসফুলের মায়া পেতেই কি তবে
তোমার আসা-যাওয়া, হয়ে আপনভুলো।
পেরিয়ে আসা রাস্তার বাঁক
মাড়িয়ে পথের ধূলো!
অজানা যদি হয় তোমার উত্তরগুলো,
কি করে তবে জানবো আমি
তোমার-আমার মনের ভেতরের, সর্বসাকুল্য??

মেয়ে. . .
তুমি কোন সে মায়ায়
বেঁধেছ এই অবুঝ আমায়,
তোমায় দেখি এখন আমি, মাঝে সব ছায়ায়।
ফুলঝরা গাছে আমার পাতায়,
কেন তুমি উড়ে এসে বসো, হঠাৎ করে কোন শাখায়??

প্রশ্ন আর প্রশ্নেরই শুধু সমাহার –
আমার মাথায় হয়ে যেন একাকার!
কেন তোমার নিঃশব্দ ভ্রমণ, অবতার?
ভাঙা জীবনে যে আজও গোপন রয়েছে
ভালোবাসার সব আকার ও প্রকার।

আমার জীবনে তবে, কেন আগমন তোমার?
আলোর নেশায়, নাকি করতে চুরমার,
যা আছে মনে আমার অন্ধকার??