বর্ষাকাল!! এখনো যে মাস খানেক দূর,
মাটির ঘরের কোঠায় বসে ভাবছি...
এতো বরষনের মাঝে আমি, কী নিয়ে যে বাঁধব সুর??
মুখর হয়ে বসে আছি, টিনের চালে বৃষ্টির শব্দ,
মুগ্ধ আমি শুনে শুনে, হয়েছি জব্দ;
ব্যাঙ ডাকছে সবখানে, ভেঙে নিঃশব্দ।।
প্রেমে পড়েছি আমি, ওই নীল আকাশের,
স্নিগ্ধ, হিমেল আর ঝড়ো শুণ্য বাতাসের;
সবুজ ঘাস ও প্রকৃতিতে সব বোবাজাত, ভাষা অপ্রকাশের।।
ঘরের বাইরে বের হলেই আজ,
পড়তে থাকে শব্দহীন, বুকের ভেতর – সব মন খারাপের বাজ;
প্রকৃতিতে মিশে থাকাই ছিলো হয়তো আমার মূখ্য কাজ।।
যেদিকেই চোখ মেলে তাকাই, হই শুধুই হতাশ,
বিলুপ্ত হচ্ছে বিধাতার সৃষ্টি, সম্মুখ্যে প্রকাশ;
যেখানে – নিজের প্রতিভা লুকিয়ে মানুষ, মুখস্থ বিদ্যা করছে বিকাশ।।
কষ্ট চেপে রাখতে না পেরে, আকাশ আজ কাঁদছে অঝোরে,
ভাসাতে সব দুঃখ-গ্লানি, টাপুর-টুপুর সুরে;
পারি না ভাবতে, দেখি সব তাই জলের আকারে, বারে বারে।।
হঠাৎ আমি ফিরে আসি, আমি আমার ভেতরঃ
ধ্বিক্কার শুনি বৃষ্টি জলের, শরীরে মেখে সুগন্ধী আতর;
বুঝানো হবে যে ঠিকই একদিন, সবাই দুঃখ-কষ্টে হবে তখন কাতর।।