আমার আকাশে মেঘ জমেছে,
বৃষ্টি অথৈ নামবে, অন্ধ রাতে।
রাতের আঁধারকে সঙ্গী করে নিয়ে,
খুঁজে বেড়াই আলোর হাতছানি মায়ায়,
অপেক্ষা নিয়ে আলোর পথের পথিক হবার।

ইচ্ছে ডানায় চিৎকার করে বলিঃ
“ কালো মেঘ, নেমে আয়,
নেমে আয় তুই এই ধরায় ! ”

আমার আকাশে মেঘ জমেছে,
অন্ধকার চারিপাশ,
হয়ে আছে কালো ও মেঘলা।
কালো রাত পেরিয়ে গেলে,
দিনের বেলাতেও,
সবই যেন হয়ে আছে,
বৃষ্টি জল জমে, ঝড়াতে এক পসলা !

আর্তনাদ করছে যেন প্রকৃতি,
হয়ে নিস্তব্ধ ও নীরবঃ

“ কালো মেঘ, নেমে আয়,
নেমে আয় তুই এই ধরায় !! “