ভাবতে ভাবতেই কতো সময় যে আমি, করছি বসে পার,
দিন চলে যায় গুণতে গুণতে, এক-দুই-তিন-চার;
কাউকে আবার পাশে বসিয়ে, সুর’কে করি ধার,
গেয়ে যাই গান, একাকী আমি, মন’কে করে উজাড়।


গানের সুরে হারিয়ে যাই আমি, ভুলে সব দুঃখের ভার,
গানের কলিতে কলিতে আছে যে লুকিয়ে, স্বয়ং বিধাতা, হয়ে উপহার;
পেতে চাইলে তবে খুঁজতে হবে, মনকে করে উদার,
সুরের মাঝে আবেগের স্বর তবেই, ভাসবে আঁধারে সবার।


অন্ধকারে একাকী আমি, শুয়ে বসে, লিখি কতো কবিতা-গান;
আমার লেখাতেই খুঁজে পাই আমি, কষ্টের সব প্রতিদান।
কতো চ্ছন্দে, মনের দুঃখ ও আনন্দ, লিখে লিখে- যেন ভরে না প্রাণ,
নিজেকে ভোলাতে, মনকে মানিয়ে এগিয়ে যাই, লেখায় লেখায় অফুরান।।