গানের মাঝে আমি খুঁজে বেড়াই,
তুলে রেখে সব হিংসা ও বড়াই;
কতো শত অব্যক্ত কথা
ছাড়াছাড়ি করে নতুন প্রথা,
অন্যের দুঃখ পেতে চেয়েছি যখনই নিতে
সবাই চেয়েছে তখন যেন একে একে আমার মাথা।
গানের মাঝেই যুক্ত আছে
প্রেম-ভালোবাসা ও কষ্টের মাঝে,
সুরে সুরে বেড়িয়ে আসে
কণ্ঠে আছে, মায়া পাশে;
সবই আশ্চর্য যেন, এই আমার কাছে।।