নিশি. . . .
অন্ধকারে তুমি ঘুমিয়ে থেকে,
শুনতে যাও স্বপ্নে, কার বাজানো বাঁশী?

যখন দেখি আমি, তোমার ছবি,
আর তোমার মুখেতে হাসি,
কল্পনার মাঝে আমি হারিয়ে যাই
খুঁজতে তোমায়, পেতে পাশাপাশি।

চলো হারাই,
যাদুর গালিচায় চড়ে বসি,
দেখব দু’জন ঘুরে ঘুরে,
বিশ্বের সব সৌন্দর্য, হয়ে অস্পর্শী!!