বিশ্বাস আজ ধ্বংসস্তুপ হয়ে দাঁড়িয়ে আছে
পৃথিবীর সকল মানুষের কাছে;
কারণ, প্রকৃত ভালোবাসা আজ নেই যে,
বিশ্বাস আজ হারিয়ে গেছে
অর্থ ও সম্পদেরই মাঝে।
বিশ্বাস – আজ বিলুপ্ত স্বপ্নের কাছ থেকে;
স্বপ্ন বাস্তবায়নে মানুষ আছে
উঠে পড়ে লেগে।
যা হবার, তাতো হবেই
কোন না কোন এক সঠিক সময়ে,
ভুলে গেছি, আমরা আজ যে আছি বেঁচে
কোন না কোন এক স্বপ্ন, মনে মনে বেঁধে।
না দেখে, না শুনে, কাউকেই না গুনে,
জোর করে কেউ কেউ অন্যকে বিশ্বাসী গড়ে;
ভুলে যাই যে,
যার যার বিশ্বাস, তার তার কাছে।
অবিশ্বাসী যে আছে. . . . .
কেন জোর করে কোন কিছুর প্রতি
করাতে হবে বিশ্বাস??
নিজের মাঝে মিথ্যা বিরাজমান হলেই
জোর করে মানুষ এখন
সত্য বলে প্রমাণ করাতে চায়।
বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে আছে যারা
জীবনটা যে হয় তাদের, হন্যে ও দিশেহারা,
সব কিছুতেই তাদের থাকে তাড়াহুড়া,
কী করবে ভাবতে ভাবতেই, দিন সাড়া।
মানুষ হয়ে মানুষকে যদি চিনতে চাই;
তাহলে একে অপরকে বিশ্বাস করে যাওয়া ছাড়া
আর কোন গতি নাই।।