বেলা!!
পাই না কেনো তোমায় অবেলা??
কেনো শুধুই অবহেলা??
কতো যে কথা আমার হয় না শুধু বলা!!
ভাসিয়ে সে সুখের ভেলা,
দেখে না তাকিয়ে আমার চলা!!

মনে মনে যে কতো জ্বালা,
তবুও, মুখে তার বন্ধ তালা!!

একবার যদি কোনদিন আসে আমার পালা,
গলায় দিবো তার বুনো ফুলের মালা!!
কোন এক সকাল বেলা।।