সামনে সমুদ্র. . .
শান্তির একটা গর্জন শুনতে পাচ্ছি;
শূণ্যতার মাঝে যেন বইছে
স্নিগ্ধ হিমেল বাতাস!
রাতের এই সাগরের তীর ঘেঁষে
বসে আছি আমি আঁধারে একা,
চারপাশ আমার নীরব ও জনশূণ্য –
শুধু আমি আর সমুদ্র,
মন যেন বিষণ্ণ ও ফাঁকা!
আমার আকাশে আজ তারা ভরা,
তারারা জ্বলছে মিটমিট, জ্বল জ্বল করছে তাই ধরা!
মিষ্টি কোমল আলোর আভা অন্ধকারের মাঝে,
উঠেছে এক মায়াবী চাঁদ, রূপালী রঙে সেজে!
চাঁদের মধুর আলোয় যেন –
সমুদ্রের বুকে অঙ্কিত হয়েছে,
চাঁদকে ছুঁয়ে দেখার জন্য, আলোর এক সিঁড়ি,
দেখেও বুঝে তবুও, বসে বসে করে চলেছি দেরী!
চোখের সামনে দেখছি আর ভাবছি :
সমুদ্র ও চন্দ্র – দু’টিকেই যে আমি ভালোবাসি;
কেমন করে তবে করবো বলো বাছাই
দো-টানা মনা, হয়েই যদি এখন থাকি??