মেয়েটি মিষ্টি,
রাত জাগা অধরা;
ভেবে চলেছে শুয়ে শুয়ে –
জীবনটা কেন তার হয়ে আছে দিশেহারা?
ভালোবাসার রাজপুত্র
কোথায় মত্ত, হয়ে বাঁধনহারা?
মনে কেন জ্বলে না
ভালোবাসার অস্পৃশ্য সেই শুকতারা?
হৃদয় যে তার
অফুরন্ত প্রেমে ভরা!
এরপরেও কেন
প্রেমহীন জীবন,
নেই কোথাও, কারো কোন সাড়া?
জীবনের সঙ্গী পেতে কেন তার
এতো অস্থিরতা ও তাড়া?
মিছে ভাবনায় দিনগুলো তার
বৃথাই পেয়ে ব্যথা,
কেন মনে অজস্র ধারা?
কেটে যায় দিন তার
নিজেকে দিয়ে অবহেলা...
কষ্ট – তাই যেন তার বুকে
বসে দেয় পাহারা।।