অভিষেক রায় অর্চন...
কেন ভাবেন অযথা, বৃথা সব বচন,
হবে না’কো কভু তবু
কোন অতীতই শেষে মোচন;
খুঁজতে গেলে যে নিজেকেই অবশেষে
করতে হবে, সব ফেলে ভোজন!
কেন মনে ভাবনা,
হারালো কোথায় আপন স্বজন?
মনে টেনে কষ্টের ব্যথিত আয়োজন,
কেন দুঃখ তবে,
মেটাতে নিজস্ব সব প্রয়োজন?
শুনতে হবে কান পেতে,
প্রকৃতির নিঃশব্দ গুঞ্জন;
খুঁজতে হবে অর্থ,
সাগরের ঢেউ কেন করছে গর্জন?
বুঝতে হবে, কি আহ্বান হুঙ্কারে,
মেঘে মেঘে হলে পরে ঘর্ষণ!
আকাশপানে তাকিয়ে, তারাদের ভিড়ে
খুঁজে দেখতে হবে, কবে ও কিভাবে –
মানব সমাজের হবে আত্ম-বিসর্জন!!