চারিদিকে বজ্রের হুংকার!
বর্ষায় ভিজে একাকার
আমাদের এই কৃত্তিম নগর।
এই ভোরবেলার মায়াবী আলোয়,
বৃষ্টির জলে থৈ থৈ, মগ্ন সারা শহর।

একাকী আমি দাঁড়িয়ে,
বৃষ্টির জল আলতো ছুঁয়ে
ক্লান্ত যেন আমার নিদ্রাহীন দেহ,
চাইছে এ মন আমার তাই
শ্রাবণে উঠতে মেতে;
নেইতো সাথী, সংগে আমার কেহ।

নিভে যাচ্ছে অন্ধকার...
কালো মেঘের ঘনঘটায়
আলো দিচ্ছে উঁকি;
সূর্য আজ দিচ্ছে ফাঁকি!
আঁধার যেন করছে তবু,
ক্ষীন কোন এক অহংকার।

মনেতে আমার বইছে ঝড়, কিন্তু কেন?
অকারণে বলছে যেন –
অঝোরে তুমি কাঁদছো কেন?
পৃথিবীটা আসলেই কি ভয়ংকর!

আকাশ ফেটে আবার যেন
বিকট বিকট শব্দ;
চারদিকে তীব্র আওয়াজ,
বজ্র দিয়ে চলেছে হুংকার!!