হিমেল হাওয়ায় দুলছে মন,
মেঘলা আকশের নীচে বসে
করছি পণ;
দেখবো আমি বিধাতার সৃষ্টি,
করবো ভ্রমণ
প্রকৃতির বুক জুড়ে,
দু’চোখ আমার যেইদিকেই যায় যখন।।
মনে মনে, গানে গানে
উৎফুল্ল আমি,
মায়াবী এক সুরের টানে;
হেসে খেলে পার করছি জীবন,
নেই যে এর কোন মানে!!
হতাশার মাঝে যাচ্ছে যে ডুবে,
কতো আবেগ ক্ষণে ক্ষণে;
সব ভুলে তবু আনন্দে মাতি,
একাকী আমি আনমনে।।