আমি শুধু ভালোবাসি,
মেয়ে – তোমার পাগল করা হাসি,
ভাবি যখন,
যেন দু’জনেই আছি পাশাপাশি,
ভালোবাসা আমার দেখাতে তোমায়
পারবো না দিতে ফাঁসি।।
আজ আমি বেড়াই হয়ে –
উন্মাদ এক সন্ন্যাসী;
পায়ের তলায় আছে মাটি
তবুও ভাবছি যেন –
শূণ্যে আমি ভাসি!!
প্রকৃতির প্রকৃত মাঝে
একা একা বসে থাকি,
গাছপালা সবই থাকে, আমার হয়ে দাসী;
নিজের করতে বিস্তার
যেন মগ্ন এখন আমি,
বিপদ চাইলে কেউ আমার___
বিধাতার রূপ তখন, হয় সর্বনাশী।।