অন্ধ আমি, পাই না যে খুঁজে,
খুঁজি আবার চোখটি বুজে;
ভাবনাগুলো লিখতে গিয়ে মনের ভাঁজে,
অনেক অনেক মানব আছে, বসে নেই কোন কাজে।
চুপটি মেরে, উঁকি দিয়ে যায়, চোর সেজে
কথা চালায় না জেনেই; হৃদয়টা কী তবে আমার বাজে??
একে অন্যের দোষ চাটি,
নিজের ভুল সব, দিয়ে চাপা মাটি,
বুঝাতে চায়, না জানি কতো খাঁটি!!
বিছিয়ে ঘাসে শীতল পাটি,
বসে থাকে ভয় নিয়ে, হাতে সেগুণ কাঠি;
একদিন উল্টো ভাঙবে যে ঘাড়ে, শুধুই কাঁচা লাঠি।।
মজা লুটাতে গিয়ে প্রায়
নিজেই ঘুরে ফিরে উন্মাদ হয়ে যায়,
আসলে তবে, কী তারা চায়?
ঘরে কী ভাতের বদলে তবে ঘাস খায়?
ভাবছি বসে কী দিবো তাদের রায়?
থাকুক বসে, চোরের বেশে, আমার কী দায়!!