আমার জন্য, তোমায় ভাবায় তখন,
যতোবারই সরেছো দূরে –
আমার এই হৃদয়, তোমায় ভুলতে চেয়েছে যখন।
কি লাভ??
যদি থাকো দূরে সর্বক্ষণ??
জেনে ও বুঝে, আমি পারি না মানতে
তোমার, এই মানসিক অত্যাচারী আচরণ।
শোক ও দুঃখ, বুকে করে প্রজ্বলন,
ভালোবাসা খুঁজে বেড়ানো –
অযথাই কল্পনার বিস্ফোরণ।
কেন এতো খুঁজে ফিরি তোমার মন?
অবুঝ তুমি,
অবহেলিত করো আমার অনুভূতি,
যা তোমার জন্য ব্যথিত হয়,
প্রতিটি ক্ষন।
ভালো যদি আমায় একটুও বাসো;
মন খুলে তুমি, আজীবন হেসো!
এটাই চাই যে আমি তোমার কাছে,
শুধু জেনে রেখো।।