ভুলগুলো সব আমার ছিলো...
কেন যে এই কথাটি বেশী দেরীতে বেজে উঠলো?
ভেবে ভেবে অযথাই – করবো না সময় পার,
পায়ে জড়িয়ে আছে শুকনো ধূলো,
শরীর মোড়ানো ছিল, নরম তুল-তুলো;
ছিলাম তো তখন একান্তই মনভুলো।।
ভুল্গুলো সবই আমার ছিলো...
করছি স্বীকার নিজেই আজ, আমি ছেলে নই ভালো;
চেহারায়ও যে তাই বুনেছি কালো।
কেমন করেই বা বুঝবে তুমি বলো?
দেখবে আমায়?
তবে, আঁধারে আগুন জ্বালো।।
ভুলগুলো সবই তো বলেছি, শুধুই আমার ছিলো…
কেমনে তোমায় বলবো আমিঃ এগিয়ে চলো!
ভুলের পুকুরে ডুবছি যে আমি; শূন্য আঁধার আলো,
তবে ভেবো না –
কে, কখন, কোথায়-ই বা দুঃখ পেলো!!