ভুলগুলো সব তো আমারই;
কেনো আমি বলেছিলাম কথা??
কেনোই বা স্বাদ নিয়েছিলাম অনুভূতির??
কেনো আমি সবার মতো করে
তোমায় পারিনি রাখতে, সরিয়ে দূরে??


কষ্ট পেয়ে যা খুশি তা বলেছি একতালে,
তুমিও ভাই, মজার মানুষ -
রাগের অর্থ কোন কালেই চাওনি বুঝতে।
আমি'তো এমনিতেই একটা নষ্ট,
আমার রাগের কী আছে মানে??
আঁকড়ে ধরে আছি ভূ-পৃষ্ঠ;
ভুলে যেতে কাউকে শ্রেষ্ঠ।।


ভেবেছিলাম আসবে কাছে:
বসবে পাশে,
হাতটি ধরে শক্ত করে
বলবে তুমি, আমি শুধুই তোমার;
রাগ ভাঙতে আমার চুলে
হাতটি দিবে হয়তো, নয়তো ভুলে
এসে বসবে আমার কোলে,
চুমু খেয়ে বলবে তুমি,
মিছে মিছি রাগ নিয়ে কেনো আমি থামি!!


ভুল ছিলো তো সব আমারই...
আশায় হলাম নিরাশ,
ভালোবাসা করলো হতাশ,
আমি তো করেছিলাম ঠিকই প্রকাশ;
কিন্তু, তোমার বুদ্ধির হয়নি এখনো বিকাশ।।


ভুল করে নিজের ইচ্ছাতেই আর কতো
পাবো ব্যথা, নিজেই নিজের ঘোরে।
তুমি আর কী বুঝবে?
অনুভূতির খেলায় আবার মাতবে হয়তো,
না হয় কাটাবে ঘুমিয়ে।
তবুও, তুমি ঘুমাও দিন ভরে!!
কীভাবে তাহলে মানাবে জানি না;
ভালোবাসা হয় না ছলনার তরে।।


ভুলগুলো সব আমার
তাই, গড়েছি একাকীত্বের এক মাশুল খামার।
তুমি কিছুই করো নি...
চলেও যাওনি;
দেখার অভিনয় দিয়ে আমার
ছোঁওয়া কেড়ে নাওনি??


আবার,,
ক্ষমা চাই.....
ভুলগুলো তো শুধু আমারই।।