মনে পড়ে,
ঠিক যেদিন আমি প্রতীজ্ঞা করেছিলাম
তুমি ছাড়া ভালোবাসতে পারবো না কাউকে;
এরপর থেকেই,
তোমার বলা স্বত্ত্বেও, আমার হারিয়ে যাওয়া,
কতো প্রেমের সুরে চাওয়া পাওয়া,
বুনতে না পেরে অবশেষে, আনমনে শুধু গান গাওয়া।।
যতোই তোমায় ভুলতে চেয়ে,
বিভোর হয়ে নতুন ভালোবাসার খোঁজে, হন্যে হয়ে
ছুটেছি অজানায়, ঝড় এসে যেনো সব নিয়ে যায় বয়ে।
পারিনি আমি!!
বছরখানেক পেরেছিলামও বটে।
হঠাৎ আবার তোমায় দেখতে পাওয়া,
পুরানো সব ইতিহাস একে একে সব চোখে ভাসা,
আমার তোমাতেই হারিয়ে যাওয়া।।