অদিতি. . .
জানি না আমি, কেন আমার
এতো মনে আকর্ষণ, তোমার প্রতি!!
যদিও –
দু’টি পলকের জন্য দেখেছিলো তোমায়
আমার ক্লান্ত চোখের জ্যোতি।
অদিতি. . .
আমি’তো জানি, নেই তোমার গতি;
তাইতো আমি লুকিয়ে রাখি নিজ অনুভূতি,
তোমায় ভেবেই পার করে দেই
ভুলে গিয়ে সব প্রাক্তন ক্ষতি।
মাঝে মাঝে ভাবি –
তোমার জন্য হয়ে যাবো “প্রজাপতি”!
তোমার ভাবনা এলেই যেন
উড়ে গিয়ে বসি তোমার মাঝে, ভালোবাসায় মাতি!
ভেবে ভেবে, এভাবেই –
সময় পেরিয়ে যায় নিরবধি।
অদিতি. . .
অনুভব করি তোমায়, প্রতিটি একাকী নিশুতি;
অপূর্ণতার মাঝেও তখন, মনে জাগায় শান্তি।
চাইবো না’কো মুখ ফুটে, তোমার একটু অনুভূতি,
যদি তাতে শেষে ভুগতে হয় ভোগান্তি;
গোপনে, তোমার মনের কোণে,
একটু জায়গা যদি দাও,
কেড়ে নিবো সব কষ্ট তোমার,
সাথে ভালোবাসা হবে আমার প্রাপ্তি।।