নেশা???
কষ্ট ভুলতে কারো হয়ে যায় পেশা,
আলোর মাঝেও নিজেকে নিয়ে
অন্ধকারে গিয়ে মেশা,
দেখতে কালো, কেমন এই দশা!!
নিরাশায় থেকে থেকে হারিয়ে প্রত্যাশা,
বেঁচে থেকেও যে
মৃত্যুকে করে তুলেছে আশা।।

নেশা???
আনন্দের জন্য কেউ করে নেয় স্মরন,
ভুলে সব স্মৃতিচারণ,
উৎফুল্ল মনে কাটাতে চায় আমরণ,
উচ্চ কণ্ঠ, যেন – মধু করে চলেছে হরণ,
গেয়ে যায় আবার গান ব্যথার;
জড়িয়ে সাথে অশ্লীল কিছু উচ্চারণ।।