এ কেমন অদ্ভুত সম্পর্ক!
যাকে নিয়ে সারাদিনই, ভাবনারা অবিরত
ঘুরে বেড়াচ্ছে স্রোতের মতো।
চারপাশে রয়েছে বিনোদন কতো শতো;
তবুও যে আমি, হয়ে আছি অসতর্ক,
জড়াই না আজ, অযথাই কোন বিতর্ক।।
তোমাকে প্রতিক্ষনে এতো ভেবেও
পারি না দিতে, এর প্রতিফলন রূপে
কথার মাঝেও পারি না ছড়াতে
আবেগের বেশে, তোমারই সাথে।।
স্তব্ধ হয়ে নির্বাক আমি থাকি বসে,
তোমারই পাশে;
নিঃশব্দে আড়চোখে, দেখে যাই –
তুমি অবাক! ভ্রান্ত আমায় বোঝাতে তোমাকে,
চেয়েও কেন তোমার হাত
রাখছি না আমার এই হাতে??