একটা জুঁই ফুল, তারে ছুঁই, কল্পনা
যেখানে হয় গল্পে রটনা
ঘটিয়ে শত ঘটনা,
দিয়ে চলি নিজেই নিজেকে, মন ভুলানোর মন্ত্রণা।
সে কি নয় যন্ত্রণা??
রাত যায়, রাত আসে,
তবুও; করে চলি বন্দনাঃ
ভোলাবো তোকে আমার সীমিত কষ্টে
এটাই বেঁধে রেখেছি মনে বাসনা।।
শিহরণ আঁকবো অনুভবের ছোঁয়ায়,
নেই পাশে, তবুও তুই আছিস –
আমার কল্পনায় অনুভূতির মায়ায়।।
দেহের অনুভবেই যে অনুভূতি আসে,
পাশে নেই তবুও যেন, আমার মাঝেই আছে।
ভালোবাসা যে ভালোবেসে আমরণ,
বাঁধা থাকলে মনে তবে হবে শুধুই স্মৃতিচারণ।।
খারাপ সবই যে ভালোবাসার নীতি,
খারাপের উপর চোখ, বাড়িয়ে দেয় দৃষ্টির জ্যোতি।।
কতো মানুষই তো আসে যায় জীবনে
ভালোবাসার থালা নিয়ে;
তবুও কি সবার তরে হয় দেয়া মন?
যদিও খারাপের অস্তিত্ব চলেছে নিজের মাঝেই বয়ে!!
অনুভূতি যে বয়ে আনে শান্তি,
ভালোবাসায় দেয় স্বস্তি,
অনুভবে যদি না-ই বা জড়াই
হবে না’কো – ভালোবাসার প্রাপ্তি।।