মনে পড়ে সেই এক যুগ আগে দেখা হয়েছিল তোমার-আমার
প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ছিলাম আমি
তুমিইতো সেই ভাগ্যবতী যাকে লিখেছিলাম প্রথম প্রেমের চিঠি
যদিও তুমি তা প্রত্যাখ্যান করেছিলে প্রথমে
আমারও বাড়তে লাগলো তোমাকে পাওয়ার নেশা।

এই নেশা আমার বাল্য কালের
কিছুতেই হার না মানা আমার রক্তে মিশে থাকা,
উ‌ৎসাহ না হারিয়ে ব্যর্থতাকে মেনে নিলাম অবলীলায়
অবশেষে তুমিও সহমত পোষণ করলে,
শুরু হলো এক নতুন অধ্যায় তোমাকে নিয়ে
আজ দিন, মাস, বছর পেরিয়ে যুগ পেরিয়ে গেল,
তোমার আমার।