তুমি কি সেই আগের মতোই আছো প্রিয়
নাকি সবকিছু ভুলে গেছো নতুন সাথী পেয়ে
আজ এত গুলো বছর পেরিয়ে বুঝতে পারছি
কি যে হারিয়েছি তোমাকে হারিয়ে।
তোমার চোখেই দেখেছিলাম নিজেকে
কিন্তু বুঝতে পারিনি কখনও বুঝতেও চাইনি
কারণ তখন হারিয়ে ছিলাম অন্য কারো মুহে
আজ এতগুলো বছর পেরিয়ে বুঝতে পারছি কি যে হারালাম জীবনে।
তোমার চোখের সেই না পাওয়ার আর্থনাদ কেন জানি আজ খুব বেশি কষ্ট দেয়
মনে পড়ে সেই সব স্মৃতি যা ছিল তোমাকে জড়িয়ে
আজ তোমার আমার মাঝে এক বাধার দেওয়াল
যা তুমিও ভাঙতে পারবেনা, পারবোনা আমিও
সেই কতগুলো বছর পেরিয়ে গেলো একটি বারো দেখা হয়নি আমাদের
আজ কেন জানি খুব বেশি জানতে ইচ্ছে হয়
তুমি কি সেই তুমিটাই আছো?
নাকি বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছ নিজেকে!