কোনো অভিযোগ নেই তোমার প্রতি;
প্রেমের পরশ কাঠির ছোঁয়া আমি কখনও পাইনি তা বলবোনা
কতবার আমিও কাউকে আকৃষ্ট করেছি
কতবার যে, আমিও হয়েছি।
তোমার মতো এত প্রেম বাণে, কেউ ভাসাতে পারেনি আমায়
কেউ আমায় প্রত্যাক্ষিত করেছে কতবার
কতবার যে আমিও।
আমার কাছে কি মনে হয় জানো?
প্রেমে প্রথম আর শেষ বলে কিছু হয়না
প্রেম মানুষের অস্তিতে মিশে রয়
তাই ইচ্ছে করলেই কাউকে ভুলা যায়না
তারপরও একটা সময় মানুষ ভুলে যায়
হয়তো প্রকৃতির নিয়মে আমিও ভুলে যাব।
তুমি কি জানো?
কত প্রেম আমের মুকুলের মতো ফুটার আগেই ঝড়ে যায়
তেমনি জড়া কেনো মুকুলের মতো আমিও, না হয় ঝড়ে গেলাম।