হরিণী তুমার বদন খানি যেন শাবস্ত্রীর সেই ভাস্কর্য
একবার দেখলেই হারিয়ে ফেলি নিজেকে
কতবার যে নিজেকে আড়াল করতে চেয়েছি
কি যেন এক পিছুটানে আবার হারিযে যায় তুমাতে।

তুমাকে কখনও মনে হয়নি
তুমি অন্য কেউ,
মনে হয় চির চেনা সেই তুমি
যাকে খুজেছি আমি শত যুগ ধরে
এই পৃথিবীর আনাছে-কানাছে
বিদিশা নগরীতে।

একবার ভালোবেসে দেখ
কিভাবে ভুলিয়ে দেয় সব পুরোনো স্মৃতি
যত অতীতের বেদনা
কিভাবে ফুটায় ফুল তুমার মনের বাগানে।