এই শহরে কত কি হয় রোজ
খোঁজ রাখেনা কেউ কারো
টাকার নেশায় দিন রাত্রি সব
করে তারা হুরু।

যান্ত্রিক শহর, ব্যস্ত শহর
সময় কি কারো আছে?
টাকার পিছু সারাক্ষণ ঘুরি মিছে মিছে।

দিন থেকে রাত, রাত থেকে দিন
খুঁজছি সবাই খুঁজছি
আমার আমিকে ইট পাথরে
বিলীন করে দিচ্ছি।

দিন পেরিয়ে সন্ধ্যা আসে
সন্ধ্যা পেরিয়ে রাত
এমনি করে ছলে যাচ্ছে
জীবনের প্রতিটি প্রভাদ।