যখনি তোমার বাঁকা চাহনি দেখেছিলাম
তোমার ঐ হরিনী দুটি চোখে
তখনি হারিয়ে পেলেছিলাম নিজেকে
আমাহতে কি জানি এক মায়ার টানে।
যখনি আরো একটু কাছে চলে আসি দুজন দুজনার
মনে হয়েছিল এ যেন শত জনমের বন্ধন
যা ছিড়বে না কখনও
আমি সেই আগের মতই রয়ে গেলাম
বদলে যাওয়া মেঘের মতো শুধু তুমিই বদলে গেলে।
কখনও খুব আপন করে পেতে চেয়েছি তোমায়
কখনও চেয়েছি চুম্বন করতে তোমার দুটি গণ্ডাদেশ
ভুলে সব অতীত বেদনা।