আমায় যদি ভালোবাসো,
হয়তো নজরুলের মতো রংধনু হতে লাল রং আনি,
আলতা পড়াতে পারব না পায়।
যদি চাও ভালোবাসা দিব, আকাশ সমান।

আমায় যদি ভালোবাসো,
হাজার বছর ধরে বয়ে যাবে
এই প্রেম আবহমান নদীর মতো।
নদীর কল কল গর্জনে কত কিছু বিলীন হয়ে যাবে,
কত ঘর ভেঙে যাবে, তার উতাল ঢেওয়ে
কত চর জেগে উঠবে তার দুই ধারে,
নিমিশেই কত কিছু বিলীন হয়ে যাবে
সৃষ্টি হয়ে যাবে ধ্বংস।
তবু এই ধ্বংস মাঝে ,
নদীর বুকে চর হয়ে রয়ে যাবো
শুধু তুমি আর আমি, যদি আমায় ভালোবাসো।

এই প্রলয় থামতেও পারে,
দুজনার দেহাবশেষ হলে
কবে শেষ হবে এই প্রলয়
তুমি আমি কেউ জানিনে
জানে শুধু ঐ বিধাতা।