স্রষ্টার অপূর্ব সৃষ্টি, সুন্দর এই পৃথিবী,
আছে হাজারো প্রাণী, আছে সমাজ৷
নেই মান্যতা, মনুষ্যত্ববোধ, শৃঙ্খলা বড্ড অগোছালো!
আছে হিংস্রতা, উচ্ছৃঙ্খল পৃথিবী
এখানে দাঁড়িয়ে ক্ষণিকের বসবাস।
ইবাদতের ধারে কাছে ক'জন?
মুখে মুখে ত্যাগের বাণী,
চলছে অনৈতিক মুনাফা অর্জনের ধান্দা।
আছে আস্তিক, কত নাস্তিক, বিলাসী আকাঙ্ক্ষা!
ক্ষণিকের প্রেম নিবেদন, কাব্যিক সুর
যৌবনের আনন্দ বেদনার উল্লাস।
স্রষ্টার অপার মহিমাতে সৃষ্টি এই মানবের রূপ,
কিন্তু তারা পুণ্যতা ও ন্যায়পরায়ণতার বদলে করছে পাপের আবাদ;
শ্যামল পৃথিবী যেন দিনে দিনে বিষে করছে গ্রাস!
আমি আশ্চর্য বারেবার—
যোগ্যরা বঞ্চিত, ঘরে নীরব বসে রয়েছে;
অযোগ্যরা দিব্যি ক্ষমতার মসনদে!
অশান্ত পৃথিবী, হবে কি আর শান্ত?
ত্যাগ স্বীকারে নেই কারো আকুতি,
আছে শাসনের সুরে মনে মনে অস্বীকৃতি;
সত্যিই মানুষ চরম ভোগবিলাসী।