তাসের ঘর
জহিরুল ইসলাম

তাসের ঘরে বসত করে
ঘুরছে মানুষ দেশান্তরে।
ছুটছে তারা কেমন করে
চলছে মানুষ ধান্দা তরে।

মানুষ সে-তো শ্রেষ্ঠ জাতি
নাম যশ  অনেক খ্যাতি।
আপন মানুষ নেয় না কাছে
পরকে ভাবে আপন নাতি।

মানুষ আসবে মানুষ যাবে
থাকবে না কেউ রঙিন ভবে।
মানুষ হয়ে   মানুষকে মারে
ছোট্ট কথা ক'জন বুঝে।

কেউবা গড়ছে টাকার পাহাড়
কেউবা করে হাহাকার,
ধনীর ঘরে   দামী খাবার
গরীবের নাই একটু আহার।

১৬ মে ২০২৩খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।