সুখ কিনতে চাই
জহিরুল ইসলাম
তারিখ -০৫-০৩-২৩
আমি রোজ স্বপ্ন দেখি,
কল্পনাতে ঘুরে বেড়াই
দিবানিশি ভাবনা একটাই
আমি একটা সুখ কিনতে চাই।।
আমি হেঁটে হেঁটে চলি
সদা চিন্তায় মগ্ন হয়ে থাকি,
পরিকল্পনার ছক কষি
আমি একটু সুখ কিনতে চাই।।
আমার চেষ্টার কোনো ত্রুটি নাই
আমি কাঁড়ি কাঁড়ি অর্থ চাই,
হালাল হারাম খোঁজার দরকার নাই
আমি একটু সুখ কিনতে চাই।
সমাজ আমাকে নিয়ে টিটকারি মারে,
ভালো মন্দ সব- ই কানে আসে,
তা নেই হেসে খেলে,
আমি এমনই মানুষ ভাই
আমি একটু সুখ কিনতে চাই।