সৃষ্টির কান্না
জহিরুল ইসলাম

গুড়গুড় শব্দ
সদা থাকে আষাঢ়ে
তর্জন গর্জন
ভয়ে কাঁপে মানুষে।

দিন রাত বৃষ্টি
ক্ষণে ক্ষণে বন্যা
নামে ঢল উজানে
সৃষ্টির কান্না।

চাষি তার ফসলের
চিন্তায় মশগুল,
আসে মেঘ হাসে রোদ।
বহুরূপ গগনে।


শিশু আর বৃদ্ধ,
নারীরাও অসহায়
বর্ষার যাতনায়,
ঘুম নেই চোখেতে।

বন্যার পানিতে
আসে রোগ দেহতে
মহামারী, হাহাকার-
পশুপাখি যায় মারা।

নদী, নালা,খাল,বিল,
ভরে থাকে পানিতে
জেলে ভাই ফেলে জাল
মাছ ধরে খুশিতে।

গরিবের দুর্দিন,
নেই তার পেটে ভাত
কর্মহীন কাটে দিন,
নাই কোনো রোজগার।

শেয়ালের হাঁক ডাক
এই পাশ, ঐ-পাশ
পথ,ঘাট,ঝোপঝাড়
জলে ডুবে সব নাশ।

স্রষ্টা নিরাকার
কে বুঝে লীলা তাঁর!
দয়াময়  কারিগর
চান তিনি  মঙ্গল।


২২জুন ২০২৩
সুনামগঞ্জ সদর, বাংলাদেশ