স্বল্পভাষী
জহিরুল ইসলাম

চিরসবুজ  আমি যুবক
আছে হরেক শখ,
অহমিকা  হৃদয় মাঝে
শিকার  করি  বক!

একটি মাত্র ছেলে আমি
চাকরি করে  বাবা,
ঘুষের টাকায় পকেট গরম
ভাবি মানুষ হাবা।

রঙিন চশমা চোখে লাগাই
আছে  দামি গাড়ি,
বিলাসিতার  নাইরে জুড়ি
দালান কোঠা বাড়ি।

করি না তো চাকরি বাকরি
বাবার টাকায় চলি,
সাজপোশাকে নেতা সেজে
বুক ফুলিয়ে বলি।

এই শহরে  বন্ধু স্বজন
কে হয় আমার মতো?
লোকে বলে আমি সেরা
নেতা আছে যতো।

৩০ শে মে ২০২৩খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।