পৃথিবী টাকার গোলাম
জহিরুল ইসলাম

এই দুনিয়া  টাকার খেলা,
টাকা  ছাড়া  যায়নি চলা।
খনার বচন হয় না  মিছে,
মানুষ ঘুরে টাকার পিছে।

টাকায়  যাদের  পকেট গরম,
চলে স্বাধীন, নেইতো   শরম।
দেখছি ধনীর বাহাদুরি—
গরিব মরে, মারে তুড়ি!

টাকার  তরে  বাড়ে  সম্মান
টাকার  জন্য  হয় অপমান,
কেউবা  বলে হাতের ময়লা,
টাকা পুড়লে হয় যে কয়লা।

পরিবর্তন  মানব   চাহিদার,
সাথে সাথে টাকা আবিষ্কার।
যাত্রা শুরু হয় ধাতব মুদ্রার,
ভিন্ন সাইজে শত অসুবিধা।

চিন দেশের  তান রাজবংশী
স্বচ্ছ চেতনায়   সঠিক দৃষ্টি।
কাগজ  দ্বারা তারই   সৃষ্টি
ধন্য  আমরা  মানব-গোষ্ঠী।

ধীরে ধীরে হয় সংশোধন,
ভিন্ন দেশে  ভিন্ন ধরণ—
ইউরো, পাউন্ড, রিয়াল, দীনার,
বিশ্বজুড়ে আজব কারবার!

সাদা টাকায় হয় কালো মুখ,
টাকাতে সুখ, টাকাতেই দুখ।
টাকাতে হয় গাড়ি, বাড়ি,
টাকায় খুশি বউ শ্বাশুড়ী।

মাতব্বরি, পেশিশক্তি,
টাকা দেখলে আসে ভক্তি।
দেশ- বিদেশে ঘুরছে মানুষ—
টাকার ধান্দায় রঙিন ফানুস।

০৪  জুলাই ২০২৩ইং
সুনামগঞ্জ সদর বাংলাদেশ