মাহে রমজান
জহিরুল ইসলাম
রোজা রাখো, নামাজ পড়ো,
হিংসা, নিন্দা, দুর্নীতি ছাড়ো;
ক্ষমা চাও মহান রবের কাছে,
মাহে রমজান মাস এসেছে।
বুঝে শুনে করিও কাজ,
রমজান পাপ মোচনের মাস;
রহমত, মাগফেরাত, নাজাতের ঐ—
মাহে রমজান এসেছে।
জাহান্নাম তালাবদ্ধ রেখে
জান্নাত খোলা থাকে,
ইবাদতের বসন্ত মাস—
মাহে রমজান এসেছে।
এক বছর পরে রোজা এসে
রহমতের দোয়ার খুলেছে,
লাইলাতুলকদর এবং কোরআন নাজিল এই মাসে,
মাহে রমজান এসেছে।
মমিন মুসলমান যারা
ফরজ রোজা পালনে করিসনে হেলা!
কাযা রোজার কঠিন কাফফারা
কি'বা জবাব দিবে রবের কাছে ?
মাহে রমজান এসেছে।
রচনাকাল— ২৫-০৩-২০২৩ ইং