দাদু
জহিরুল ইসলাম
দাদু তোমায় দেখব বলে
মন আত্মহারা,
আমি কি আর চলতে পারি
দাদু তোমায় ছাড়া?
আঁধার ভুবন আলো করে
ঘরে দাদু এলো,
মনের মাঝে দুঃখ গুলো
বহুদূরে গেলো।
ডুবে থাকি কাজের মাঝে
তবু যাই না ভুলে,
একটু আঘাত পেলে দাদু
টেনে তুলি কোলে।
দাদু আমার লক্ষ্মী সোনা
রহে হৃদয় কোঠায়,
আধো আধো মিষ্টি ভাষায়
ভালোবাসা ফোঁটায়।
মায়াবিনী দাদি আছে
আনন্দ নাই শেষ,
দাদু নাতি মিলেমিশে
দিব্যি আছি বেশ।
রোজ সকালে পাখি ডাকে
সূর্যি জাগার আগে,
যাসনি কোথাও আমায় ফেলে
রাগে অনুরাগে।।
ঢাকার থেকে এনে দেবো
মণ্ডা মিঠাই গাড়ি,
বেলাশেষে দিস না দাদু
আমার সাথে আড়ি।
০১ জুন ২০২৩খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।