জহিরুল ইসলাম

জন্ম নিয়ে মানুষ রূপে
মানুষ থাকতে চায় একা সুখে
হিংসায় মানুষ জ্বলে পুড়ে
আগের মতো যায় কি মানুষ  সে তাহার পাশের ঘরে।।

  মুখে মধুর  ভালোবাসা
হৃদয়ে তার স্বার্থের ধান্দা
থাকবে মানুষ কয়দিন জিন্দা
কেন মানুষ এমন করে।।

বাড়িতে যদি মেহমান আসে
তারা বেড়াতে চায় আশেপাশে
জিজ্ঞেস করলে জবাব আসে
আমরা যাই না তাদের ঘরে।।

মানবতা আজ নাইরে দেশে
সময়ও নাই মানুষের কাছে
সকালে যায় রাত্রে আসে
মানুষ না-কি যন্ত্র চলে।।

যদি করো আল্লাহ ভক্তি
মানব সেবায় মিলবে মুক্তি
জহিরে কয় সঠিক যুক্তি
ফিরে আসো মানুষের তরে।।

রচনাকাল -১৮-১০-২০২২ইং