বন্ধুত্ব
কলমে জহিরুল ইসলাম
০২-০১-২০২২

জীবনে বন্ধু গুরুত্বপূর্ণ জন
বন্ধু সমাজে হরেকরকম!
বন্ধু বুঝবে  বন্ধুর মন,
বন্ধু হবে বিপদের ধন।।

বন্ধু দুজন, যদি হয় সুজন
বন্ধু কেন শত্রু হবে?
বন্ধু হবে আপন, আমরন।।

বন্ধু বন্ধুকে খোঁজে বেড়াবে,
বন্ধু নিরংহকারী হবে-
বন্ধুত্বে সুপরামর্শ থাকবে,
বন্ধু বন্ধুর জন্য অমূল্য রতন।।

বন্ধুর আবার শ্রেণী কেন?
হোক ডাক্তার, জজ কিংবা ব্যারিস্টার!
বন্ধুত্ব অটুট, মর্যাদা সমান দুজনার।।

বন্ধুত্বের মাপকাঠি বয়সে নয়
বন্ধু হতে পারে ফেসবুকে,
হতে পারে ঘোরাঘুরিতে
বন্ধু হোকনা যে কেউ!

বন্ধুত্বে কেন ধনী গরীবের যোজন বিয়োজন?
বন্ধু হবে স্বার্থহীন স্বজন।।

বন্ধুর থাকবে বন্ধুত্বসুলভ আচরণ,
বন্ধু হবে বন্ধুর মনের মতন।।

বন্ধু যদি  হত এমন!
এমন বন্ধু আছে ক'জন?
হয়তোবা আছে,তবে খুবই কম।।