আমি মানুষ
জহিরুল ইসলাম
আমি মানুষ নয়তো ফানুস
শ্রেষ্ট মানব জাতি,
চলার পথে লিপ্সা মোহে
হারাই নাহি জ্ঞাতি।
পরের মন্দ খুঁজে বেড়াই
আমি লেবাসধারী,
আমি মানুষ বলি তাহা
লম্বা বয়ান ছাড়ি।
এই সমাজে বিচারপতি
ঘুষের দ্বারা চলি,
আমি মানুষ হয়তো ফানুস
কথায় কথায় বলি।
মনুষ্যত্ববোধ নেইতো তবে
তবু্ও আমি মানুষ,
আসল মানুষ নয়তো রে মন
রঙিন একটা ফানুস।।
লোক সমাজে দেখলে আমায়
বলছে কটুকথা,
আমি মানুষ তবুও বলি
আধুনিকের প্রথা।।
১১ই মে ২০২৩ খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ